প্রথম সপ্তাহেই মার্কিন বক্স-অফিসে সাড়া ফেলে দিয়েছে ডোয়েইন জনসনের সিনেমা 'সান আন্দ্রিয়াস'। মুক্তির পর তিন দিনে শুধু যুক্তরাষ্ট্রেই সিনেমাটি আয় করেছে পাঁচ কোটি ৩২ লাখ ডলার। মুক্তির প্রথম তিন দিনে 'আলোহা'র প্রায় পাঁচগুণ বেশি আয় করা জনসনের এই সিনেমাকে ধরা হচ্ছে 'দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস সেভেন'-এর প্রতিযোগী হিসেবে। বিশ্বব্যাপী ১৫০ কোটি ডলার আয় করেছে। চলচ্চিত্রটি ২৯ মে মার্কিন যুক্তরাষ্ট্রে রিলিজ হয়েছে এবং ৫ জুন শুক্রবার থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে চলবে।