বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে থিয়েটার পুণ্যভূমির ৫ম প্রযোজনা ময়মনসিংহ গীতিকা 'মহুয়া'। আগামীকাল সন্ধ্যা ৭টায় নাটকটি মঞ্চায়িত হবে।
নাটকটি রচনা করেছেন দ্বীজ কানাই। নির্দেশনা দিয়েছেন জুলফিকার হুসাইন সোহাগ। দলটি অনেক চ্যালেঞ্জ ও শক্তি নিয়েই নাটকটি মঞ্চে এনেছে।
নাটকটিতে অভিনয় করেছেন- জুলফিকার হুসাইন সোহাগ, সোহাগ আশরাফ, দুর্জয় আনোয়ার, ফাতেমা বেগম, অপরাজিতা প্রজাপতি, সোহান বাবু, মিলন বাড়ই, গিয়াস উদ্দিন, তুষার আজাদ, সম্রাট প্রমুখ।
দলের প্রধান জুলফিকার বলেন, ঢাকার মঞ্চে ছোট একটি দল খুবই বড় একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছে। যেটি সবার চেষ্টায় সফলভাবে এগিয়ে চলছে। আমরা ইতিমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। নাটকের গল্পে দেখা যাবে, চল্লিশোর্ধ্ব হুমরা বেদে সর্দার, ছোট ভাই মাইনকা ও পালক পুত্র সুজন এ নিয়ে এক শক্তিশালী বেদের দল। বনে, জঙ্গলে, পাহাড়ে তাদের বসবাস। খেলা কসরত আর নাচগান দিয়ে চলে তাদের জীবন। এমনি করে চলতে থাকে নাটকের গল্প।