শাকিব খান পুরোপুরি সুস্থ রয়েছেন। তাকে নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। এমনটি নিশ্চিত করেছে শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র। কিছুদিন আগে পেটে ব্যথা হলে শাকিব খান স্থানীয় একটি হাসপাতালে চেকআপের জন্য যান। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাওয়া হয় তার। সেখানে তার চিকিৎসক ইয়সিং কং জানান, গ্যাসজনিত কারণে পেটে ব্যথা অনুভূত হচ্ছে। অন্য কোনো সমস্যা নেই। এ নিয়ে আশঙ্কারও কোনো কারণ নেই। এ জন্য কিছু ওষুধ দেওয়া হয় এবং তা খাওয়ার পর পেটের ব্যথা সেরে যায় শাকিবের। রবিবার রাতে দেশে ফিরে সোমবার এফডিসিতে মুস্তাফা কামাল রাজের 'সম্রাট' ছবির শুটিংয়ে অংশ নেন শাকিব। এদিকে শাকিবের অসুস্থতার বিষয়টি নিয়ে তিলকে তাল বানিয়ে তার ক্যারিয়ার নষ্টের চেষ্টা চালাতে থাকে একটি মহল। 'গুরুতর অসুস্থ শাকিব, আর ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন না তিনি' ইত্যাদি অপপ্রচার চালাতে থাকে মহলটি। চলচ্চিত্রকাররা বলছেন, শিল্পীরাও মানুষ। তাদেরও অসুখ-বিসুখ হতেই পারে। তাই বলে তা নিয়ে উদ্দেশ্যমূলক গল্প বানানো উচিত নয়। এতে চলচ্চিত্র শিল্পেরই ক্ষতি হয়। এক যুগেরও বেশি সময় ঢালিউডকে উন্নত কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছেন শাকিব খান। তাই তার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র চলচ্চিত্র শিল্পের ধ্বংসেরই নামান্তর। যা কারও কাম্য নয়।