নিজের নামের প্রতি সুবিচার করে ছোট পর্দায় আবির্ভাব হতে যাচ্ছেন মডেল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। অনেকটা আত্মজীবনী আকারে তাকে তুলে ধরা হচ্ছে শ্রাবণী ফেরদৌসীর রচনা ও শুভ্র খানের পরিচালনায় ‘সুপার মডেল’ নাটকে।
পিয়া র্যাম্প তারকা হিসেবে বেশ কয়েকবছর দাপটের সঙ্গে কাজ করেছেন। এবার ছোটপর্দায় দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন সেটাই দেখার অপেক্ষা। এর আগেও বেশ কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন। কিন্তু সুপার মডেল হিসেবে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এবারই প্রথম।
গত ১ জুন থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।
নাটকটি নিয়ে পিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, "এক সুপার মডেলকে ঘিরেই নাটকের কাহিনী। আর সেই চরিত্রেই দর্শকরা আমাকে দেখতে পাবেন। আশা করি, কাজটি সবার পছন্দ হবে। অনেকটা নিজের জীবনের প্রতিচ্ছবি পাওয়া যাবে নাটকের গল্পে। এবারের ঈদে একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে এই নাটকটি।"
বিজ্ঞাপন, র্যাম্প ও নাটকের পর রেদওয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে বড় পর্দায় নাম লেখান পিয়া। বর্তমানে তার অভিনীত ‘গ্যাংস্টার রিটার্নস’ ও ‘প্রবাসীর প্রেম’ ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। আর গতবছরের শেষের দিকে দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দুইমাস ভারতে অবস্থান করে চলতি বছরের প্রথম সপ্তাহে দেশে ফেরেন পিয়া।
বিডি-প্রতিদিন/ ০৪ জুন, ২০১৫/ রশিদা