আবার ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোশাল। 'বে এন্টারটেইনমেন্ট আয়োজিত শ্রেয়া ঘোশালস নাইট' কনসার্টে গান গাইবেন তিনি। সর্বশেষ পাঁচ বছর আগে ঢাকার একটি কনসার্টে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই শিল্পী।
আজ বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। বে এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোনালিসা খান হাসান জানান, 'শ্রেয়া ঘোশাল নাইট' কনসার্টে গাইবেন শ্রেয়া। তার সঙ্গে আরও থাকবেন গায়ক হৃষিকেশ প্রমোদ রণদেও গান পরিবেশন করবেন অনুষ্ঠানটিতে। টিকিট সংগ্রহের বিনিময়ে সংগীতপ্রেমীরা অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। টিকিটের মূল্য রাখা হেয়েছে ১০ হাজার, সাড়ে সাত হাজার, পাঁচ হাজার ও সাড়ে তিন হাজার টাকা। অনুষ্ঠানটির মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা আফরিদ হাসান জানান, আজ সকালে ঢাকায় এসে পৌঁছাবেন শ্রেয়া ঘোশাল। বিশ্রামের জন্য তিনি উঠবেন ওয়েস্টিন হোটেলে। সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে উঠবেন শ্রেয়া। কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত। অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে রাজধানীর সব 'স্বপ্ন' সুপারশপ, আলমাস, নর্থ ওয়েস্ট এভিয়েশন, অয়েলপুড, আপন জুয়েলার্স, দ্য মিরেজ, মিন্ট, স্বপ্ন, আল-বাক, ব্লকবাস্টার, সিনেপ্লেক্স থার্টি থ্রি, দি ওয়েস্টিন ঢাকা, আই এ্যয়াম ঢাকা, ই-টিউনস এবং টিকিট চাই ডটকমে।