মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত মেয়ে লতা। সবুজে মোড়ানো গ্রামে তার বেড়ে ওঠা। প্রকৃতি থেকে নিজেকে কখনো আলাদা ভাবতে পারে না। গাছের একটা ডাল কিংবা পাতা ছিঁড়লে তার কষ্ট হয়। বয়সে ছোট হাসি, খুশি, রাসেলদের লতা বুঝায়- মানুষের মতো গাছেরও জীবন আছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে প্রকৃতি ও পরিবেশবিষয়ক টেলিফিল্ম 'গাছবন্ধু'। ইমদাদুল হক মিলনের গল্প নিয়ে এ টেলিফিল্মটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, মৌটুসী বিশ্বাসসহ আরও অনেকে।