ছবির আগের সব কিছুই এক। শুধু একটি নতুন মুখের আগমন। বলা হচ্ছে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত মিউজিক্যাল ছবি ‘রক অন’ এর সিক্যুয়েলের কথা। যেখানে এবার নতুন মুখ হিসেবে দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। অভিষেক কাপুরের পরিচালনায় ‘রক অন ২’-এ থাকছেন অর্জুন রামপাল, ফারহান আখতার প্রমুখ।
এ বিষয়ে ফারহান বলেন, “এ বছর অগস্টে শ্যুটিং শুরু হবে। আর ছবিটি মুক্তি পাবে সম্ভবত ২০১৬-এর সেপ্টেম্বরে।” শুধু অভিনয় নয়, ‘রক অন ২’-এ গানও গাইবেন শ্রদ্ধা। ইতিমধ্যে শ্রদ্ধার গান শোনা গিয়েছে ‘এক ভিলেন’ ছবিতে।
বলিউড সূত্র জানায়, ‘রক অন’ দেখেই এমন ছবিতে অভিনয়ের সাধ জেগেছিল শ্রদ্ধার। সিক্যুয়েলের সুযোগ সেই সাধ পূরণ করল। সঙ্গে উপরি পাওনা গান।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব