সর্বজিত সিংকে নিয়ে নির্মিতব্য মুভিতে কে অভিনয় করবেন তা নিয়ে আলোচনা কম হয়নি। বিশেষ করে সর্বজিতের বোন ডালবির করের চরিত্রে কে অভিনয় করতে যাচ্ছেন তা জানার অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনই এই চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন! এমনটিই জানিয়েছেন 'সর্বজিত' মুভির প্রযোজক সন্দিপ।
এ খবরের সত্যতা জানিয়ে সন্দিপ বলেন, 'ঐশ্বরিয়াই ডালবির করের চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রের জন্য আমরা এমন একজনকে খুঁজছিলাম যে এই শক্তিশালী চরিত্রের সঙ্গে পুরোপুরি যায় এবং তিনিই এই চরিত্রের জন্য একেবারে ঠিক বলে আমাদের মনে হয়েছে।'
এদিকে, ঐশ্বরিয়া ডালবির করের ভূমিকায় অভিনয় করছেন জেনে স্বয়ং ডালবির কর বেশ উচ্ছ্বসিত। ঐশ্বরিয়া তার কষ্টের আবেগকে যথাযথভাবে দর্শকদের সামনে উপস্থাপন করতে পারবেন বলে তার বিশ্বাস। ওমাং কুমার পরিচালিত 'সর্বজিত' মুভির শুটিং আগামী অক্টোবর থেকে শুরু হবে এবং আগামী বছর কান উৎসবে এটি মুক্তি দেয়া হবে।
বিডি-প্রতিদিন/৫ জুন ২০১৫/শরীফ