বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন অভিনীত 'পিকু' মুভি যখন চারদিকে জয় জয়কার আর তখনই দীপিকার ভক্তদের জন্য এল আরেকটি সুসংবাদ। যশ রাজ ফিল্মসের একটি মুভিতে ঋত্বিক রোশনের বিপরীতে প্রথমবারের মত জুটি বাঁধতে যাচ্ছেন দীপিকা।
এ বিষয়ে ঋত্বিক জানান, দীপিকার সঙ্গে মুভি করার ব্যাপারে কথা চলছে, তবে এখনো অফিসিয়ালি তা নিশ্চিত করা হয়নি। তাই ঋত্বিক সংবাদকর্মীদের আরো কয়েকদিন অপেক্ষা করার জন্য বলেন। দীপিকা ও ঋত্বিকের 'সুলতান' নামের মুভিটি পরিচালনা করবেন 'ধুম থ্রি'র নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্য।
এদিকে, প্রথমদিকে মুভিটিতে দীপিকা পাডুকোনের বিপরীতে সালমান খান অভিনয় করবেন বলে শোনা গিয়েছিল। পরে তা স্রেফ গুজব বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/ ৫ জুন ২০১৫/শরীফ