সাপের ছোবল খেলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী। সাপ নিয়ে নাচার সময় হাতে পেঁচানো সাঁপ তাকে ছোবল দেয়। কিশোর মাহমুদের 'বিষ' চলচ্চিত্রের শুটিং চলাকালে আজ বিকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এ অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়েছে।
জানা যায়, গাজীপুরের পুবাইলে সহশিল্পী সাব্বির, এ কে আজাদ সেতু ও দোলনের সঙ্গে 'বাইদ্যার ঘরের কন্যাগো আমি' গানের সঙ্গে নাচের শুটিং করছিলেন চাঁদনী। একটি দৃশ্যের প্রয়োজনে একটি সাপ হাতে পেঁচিয়ে নাচছিলেন তিনি। হঠাৎ করেই সাপটি তার হাতে ছোবল মারে। প্রথমে স্বাভাবিক থাকলেও কিছুক্ষণ পরে মাথা ঝিম ঝিম করছে বলে জানান তিনি। এরপর সঙ্গে সঙ্গে তাকে পুবাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ইনজেকশন দিয়ে ড্রেসিং করে দেয়া হলে সুস্থ বোধ করেন চাঁদনী।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্রামে আছেন চাঁদনী। তিনি সবার কাছে শুভেচ্ছা প্রার্থনা করেছেন।
বিডি-প্রতিদিন/ ৫ জুন ২০১৫/শরীফ