"এই প্রথম ব্যস্ততা আমাকে ঘিরে রেখেছে। ব্যস্ত আগেও ছিলাম, তবে এতোটা নয়। চাপে থাকলেও কাজ নিয়ে আনন্দে রয়েছি। চালিয়ে যাচ্ছি টানা শ্যুটিং"। বাংলাদেশ প্রতিদিনকে নিজের ব্যস্ততা নিয়ে এমনটাই বললেন মডেল ও অভিনেত্রী সুজানা। হৃদয় খানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন উদ্যমে পথ চলা শুরু করেছেন লাস্যময়ী এ অভিনেত্রী। একের পর এক নাটকের সঙ্গে নিজেকে জড়াচ্ছেন। এগুলোর বেশির ভাগই তৈরি হচ্ছে ঈদকে সামনে রেখে। সেই হিসেবে বলা চলে এবারের ঈদের নাটকে যে ক'জন অভিনেত্রীকে দর্শকরা সবচে' বেশি দেখতে পাবেন, তাদের মধ্যে সুজানা অন্যতম।
সমসাময়িক কাজ ও ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে সুজানা বলেন, "মাছরাঙ্গায় প্রচারিত হচ্ছে 'অপূর্বা' নাটকটি। পাশাপাশি রহমতুল্লাহ তুহিনের 'গন্তব্য নিরুদ্দেশ' ধারাবাহিকেও অভিনয় করে যাচ্ছি। সম্প্রতি বেশ কয়েকটি নাটকের শ্যুটিং সম্পন্ন হয়েছে। এগুলোর সিংহভাগ প্রচার হবে ঈদের সময়। এছাড়া বিজ্ঞাপনের কিছু প্রস্তাব রয়েছে। তবে বেছে বেছে কাজ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি।"
দাম্পত্য নিয়ে অতীতের তিক্ততা সম্পর্কে জানতে চাইলে সুজানা বলেন, "যা হয় ভালোর জন্যই হয়। সেটা নিয়ে আর মাথা ঘামাতে চাই না। বর্তমানকে মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। নতুন করে সেই স্মৃতি মনে করতে চাই না।"
বিডি-প্রতিদিন/ ০৬ জুন, ২০১৫/ রশিদা