মুক্তির প্রথম দিনেই সাড়ে দশ কোটি রুপি আয় করেছে জয়া আখতারের 'দিল ধারকানে দো' মুভিটি। সাম্প্রতিক সময়ে বলিউডের সর্বাধিক আলোচিত মুভিটি প্রথম দিনেই ঘরে তুলেছে ১০.৫৩ কোপি রুপি।
চলতি মাসের ৫ তারিখে ভারতে মুক্তি দেওয়া হয় 'দিল ধারকানে দো'। ওইদিন ভারতের ৩০০০ সিনেমা হলে মুক্তি পায় মুভিটি। প্রথম দিনেই আশানুরূপ সাড়ে দশ কোটি রুপির উপরে ব্যবসা করায় পুরো টিমের সবাই খুশি। অনিল কাপুর, রনবীর সিং, আনুশকা শর্মা, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার অভিনীত মুীভটির সর্বমোট বাজেট ছিল ৮৫ কোটি রুপি।
বিডি-প্রতিদিন/ ৭ জুন ২০১৫/শরীফ