বর্তমানে বলিউডের ব্যস্ত অভিনেত্রীর মধ্যে একজন দীপিকা পাড়ুকোন। এখনই বিয়ে না করলেও বিয়ের পর অনেক সন্তানের মা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন এই বলিউড সুন্দরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন খোদ দীপিকা পাড়ুকোনই।
তিনি জানান, সত্যি প্রেমে পড়লে বিয়ে করে আর পাঁচজন গৃহবধূর মতো জীবন কাটাতে দু' বার ভাববেন না তিনি। আর অবশ্যই অনেক সন্তানের মা হবেন।
দীপিকা বলেন, 'আমি খুব সহজেই অভিনয় ছেড়ে ঘরোয়া জীবন যাপন করতে পারি। সুখে সংসার করারও ভীষণ ইচ্ছে রয়েছে। যেখানে কোনও লাইমলাইটের ফোকাস আমার উপর থাকবে না। আমার মনে হয় পরিবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছুই হতে পারে না।' আর এটাও জানাতে ভুলেননি, 'আমি অনেক অনেক সন্তান চাই। কখন কী ভাবে হবে জানি না। তবে আমি অনেক বাচ্চা চাই।'
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৫/মাহবুব