সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে নিয়ে নির্মিতব্য 'আজহার' বায়োপিকে আজহারের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নার্গিস ফাখরিকে। তিনি এই চরিত্রটিতে অভিনয় করছেন কি করছেন না এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা খবর শোনা যাচ্ছিল। অবশেষে তিনি আজহারের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
বায়োপিক 'আজহার'এ ক্রিকেটার আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরীনের চরিত্রে অভিনয় করছেন প্রাচী দেশাই। কিন্তু আজহারের দ্বিতীয় স্ত্রী মডেল-অভিনেত্রী থেকে পুরোদস্তুর সাংসারিক হয়ে যাওয়া সঙ্গীতা বিজলানির চরিত্রের জন্য নার্গিস ফাাখরিই শেষ পর্যন্ত অভিনয় করতে রাজি হয়েছেন।
বিজলানির চরিত্রটির জন্য প্রথমে আরেক অভিনেত্রী কারিনা কাপুরকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন। বায়োপিকটি নির্মাণ করছেন একতা কাপুর। আসলে নির্মাতা কাপুর বিজলানির চরিত্রটির জন্য এমন একজনকেই খুঁজছিলেন যে কিনা সত্যিকার জীবনেই একজন মডেল ও ভীষণ আবেদনময়ী।
বিডি-প্রতিদিন/ ৭ জুন ২০১৫/শরীফ