ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত দুই বাংলার আলোচিত সিনেমা অগ্নি-২ এর ‘ম্যাজিক মামনি’ নামর এক আইটেম গান গত ৪ জুন ইউটিউবে প্রকাশিত হয়েছে। এরইমধ্যে গানটি দেখে ফেলেছেন রেকর্ড সংখ্যক এক লাখ ৬২ হাজার দর্শক।
অগ্নি-২ সিনেমার গানটি লিখেছেন কলকাতার গীতিকার রিদ্দি। স্যাভির সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন নেহা কাক্কার। ভিডিওতে দেখা যাচ্ছে, মাহির বেশ খোলামেলা হয়ে স্টেজে নাচ পরিবেশন করতে। এতে তার সঙ্গে বেশ কয়েকজন নৃত্য শিল্পীও অংশ নিয়েছেন। সিনেমাটির হিরো ওমকেও এক ঝলক দেখা গেছে গানে।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা ইফতেখার চৌধুরী এবং ভারতের চিত্রপরিচালক হিমাংশু। বিগ বাজেটের এ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হতে পারে।
জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ চলচ্চিত্রে মাহি ও ওম ছাড়াও চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান।
https://www.youtube.com/watch?v=izZU6bI96e8
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৫/মাহবুব