সালমানের 'বাজরাঙ্গি ভাইজান' সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কঙ্গনা রানৌত। পরবর্তীতে সিনেমাটিতে তার জায়গায় অভিনয় করেন কারিনা কাপুর। এবার ফিরিয়ে দিলেন 'সুলতান' সিনেমার প্রস্তাব।
কুইন সিনেমায় অভিনয় করে কঙ্গনা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর তার অভিনীত তানু ওয়েডস মানু রিটার্স সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি সুলতান সিনেমায় তাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে ফিরিয়ে দেন তিনি। এ সিনেমায় অভিনয় করবেন সালমান খান।
সুলতান সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেন, 'আদিত্য চোপড়া নিজে কঙ্গনার সঙ্গে কথা বলেছেন। আদি মনে করেন চরিত্রটির জন্য কঙ্গনা উপযুক্ত। সালমানের অন্যান্য সিনেমার চেয়ে এ সিনেমায় তার নায়িকার চরিত্রটি অনেক গুরুত্বপূর্ণ।'
এদিকে সুলতান এবং কঙ্গনার পরবর্তী সিনেমা রেঙ্গুন এর তারিখ একই সময় হওয়ায় তিনি সিনেমাটি করতে পারছেন না বলে জানিয়েছেন কঙ্গনা। এ সম্পর্কে তিনি বলেন, 'হ্যাঁ, সুলতান এবং রেঙ্গুন' এর তারিখ মিলে যাচ্ছে এবং আমি ইতোমধ্যে রেঙ্গুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি।'
বিডি-প্রতিদিন/০৭ জুন ২০১৫/ এস আহমেদ