ঢালিউডে অল্প সময়ে নাম কামানো হাতে গোনা কয়েকটি মুখের মধ্যে একটি মুনমুন। ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়িকা মুনমুনের। মহোনীয় রুপ আর সাহসীকতার গুণে একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দেন দর্শকদের। শরীরের বাঁকে বাঁকে ঝড় তুলে হলভর্তি দর্শক টানেন। খোলামেলা অভিনয় করে আলোচিত যেমন হয়েছেন, তেমনি হয়েছেন সমালোচিত। কয়েক বছরের মধ্যে ৮১টি ছবিতে অভিনয় করে ঢালিউডে একটি শক্ত জায়গাও করে নেন। কিন্তু হঠাৎ করেই চলচ্চিত্র থেকে হারিয়ে যায় এ নক্ষত্রটি। মন দেন ঘর-সংসারে। দীর্ঘ বিরতির পর ফের রূপালী পর্দায় ফিরছেন এ তারকা। কাজ শুরু করেছেন সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র 'কাসার থালায় রুপালি চাঁদ' সিনেমাটিতে।
চিত্রনায়িকা ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত মৌমাছি সিনেমায় প্রথম কাজ করেন মুনমুন। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। আকর্ষণীয় ফিগার, বাচনভঙ্গি আর মোহনীয় রূপে শুরুতেই দর্শকের মনে জায়গা করে নেন এ নায়িকা। এর পর টারজার কন্যা, মৃত্যুর মুখে, রাজা, মরন কামড়, রানী ডাকাত, আজকের সন্ত্রাসীসহ অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। বর্তমান সময়ের দেশ সেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসা সফল সিনেমা 'বিষে ভরা নাগীন'- এর নায়িকাও ছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারায় শরীর, বাড়তে থাকে ওজন। এরইমধ্যে বাংলা চলচ্চিত্রে লাগে অশ্লীলতার বাতাস। চলচ্চিত্রে যোগ হতে শুরু করে বিভিন্ন পর্ণ ছবির কাটপিছ। চলচ্চিত্রে টিকে থাকতে তখন অনেকেই খোলামেলা সাহসী অভিনয়ে নেমে পড়েন। সেই পথে চলেন মুনমুনও। এ সময় তাকে নিয়ে চলচ্চিত্রাঙ্গনে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। তবু নিন্দুকের কথার তীরকে তোয়াক্কা না করে এগিয়ে গেছেন নিজের তৈরি করা পথে। কিন্তু বেশিদূর হাঁটেননি তিনি। কাউকে কিছু না বলেই নিজেকে গুটিয়ে নেন মুনমুন। দীর্ঘদিন পর ফের চলচ্চিত্রে নিয়মিত হতে যাচ্ছেন এ নায়িকা।
এ পর্যন্ত মুনমুন অভিনীত চলচ্চিত্র সংখ্যা ৮১টি। যার বেশির ভাগই ছিলো সুপারহিট। এ অভিনেত্রীকে সর্বশেষ কুমারী মা সিনেমাতে দেখা যায় ২০১৪ সালে। সিনেমাটি পরিচালনা করেন বাবুল রেজা। মুনমুনের জন্ম মধ্যপাচ্যের দেশ ইরাকে। বাবার চাকরির সুবাদে সাতবছর বয়স পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। এর পর তার পরিবার ঢাকায় ফিরে এলে এই নগরীতেই বেড়ে উঠেছেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজানে। এলাকায় তাদের বাড়িটি সুপরিচিত মীর বাড়ি নামে। এখন দুই সন্তানের জননী মুনমুন। বড় ছেলে সালমানের বয়স ১০। ছোট ছেলে ছালাম আহম্মেদের বয়স তিন বছর। মাঝে বেশ কিছুটা সময় এক রকম অন্তরালেই ছিলেন মুনমুন। তবে এ বছর মে মাসের মাঝামাঝিতে তিনি কাজ শুরু করেছেন সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্র কাসার থালায় রুপালি চাঁদ সিনেমাটিতে।
বিডি-প্রতিদিন/০৮ জুন ২০১৫/ এস আহমেদ