দীর্ঘদিন পর ফের শাকিবের বুকে দেখা যাবে পরীমণিকে। অর্থাৎ আবারও শুরু হচ্ছে শফিক হাসানের ধুমকেতু ছবির শ্যুটিং। আগামী ১২ তারিখ থেকে ছবিটির একটি গানের চিত্রায়ন শুরু হবে বলে জানা গেছে।
মনিরুজ্জামান মনিরের কথায় ‘ধূমকেতু আমি ধূমকেতু’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা পুলক। আর এ গানের দৃশ্যায়নে দেখা যাবে শাকিব খান এবং পরীমণিকে।
এছাড়া ছবিটির আরও কিছু চিত্রায়ন বাকি রয়েছে যা রোজার মধ্যে শেষ হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিচালক শফিক হাসান।
উল্লেখ্য, গত বছরের মাঝামাঝি সময় শুরু হয়েছিল এ ছবিটির কাজ।