চলচ্চিত্রের মন্দাবস্থা, শিল্পী সংকট, প্রেক্ষাগৃহের দুর্দশা, এফডিসির আধুনিকায়ন নেই। এসব কারণে আবারও উদ্বেগ জানিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। বর্তমানে এ অভিনেত্রী রয়েছেন কানাডায় তার একমাত্র পুত্র অনিক ইসলামের কাছে। সেখানে থেকেও নিয়মিত খোঁজখবর রাখছেন নিজ দেশের চলচ্চিত্র শিল্পের। সম্প্রতি মারা গেছেন অভিনেতা মিঠুন ও চিত্র নির্মাতা মোস্তফা আনোয়ার। ববিতা বলেন, একে একে বরেণ্য চলচ্চিত্রকাররা চলে যাচ্ছেন। শূন্য হয়ে পড়ছে আমাদের চলচ্চিত্র জগত। এতে মেধাহীনও হচ্ছে এ শিল্পটি। তিনি বলেন, এভাবে চলতে থাকলে জানি না শেষ পর্যন্ত কী হবে এ শিল্পের। মানসম্মত ছবির অভাবে গত বছর অভিনয় ছাড়ার ঘোষণা দেন ববিতা। তার সর্বশেষ অভিনীত ছবি 'পুত্র এখন পয়সা ওয়ালা' মুক্তি পায় গত বছর। ববিতার পুত্র অনিক কানাডার ওয়াটার লু ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করছেন। সময়-সুযোগ পেলেই পুত্রের কাছে ছুটে যান তিনি। পুত্রের দেখাশোনা করেন। এবার প্রায় এক মাস আগে গেছেন তিনি। অনিকের সঙ্গে ঈদ পালন করে দেশে ফিরবেন। মুঠোফোনে ববিতা বলেন, দেশের সব সেক্টরের উন্নয়ন হোক। চলচ্চিত্র আমাদের গর্বের শিল্প। এটি প্রধান গণমাধ্যম। এর উন্নয়ন এবং একটি সুখী সমৃদ্ধ দেশ দেখতে চাই আমরা।