পাঞ্জাবি সঙ্গীতশিল্পী ধর্মপ্রীত আত্মহত্যা করেছেন। ৭ জুন তার মৃতদেহ বাড়ির ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
পাঞ্জাবের বহুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বেশ কিছুদিন থেকেই হতাশায় ভুগছিলেন। তিনি বিশেষ করে তার বিরহের গানের জন্যই পরিচিত ছিলেন। এ পর্যন্ত ধর্মপ্রীতের ২৬টি অ্যালবাম মুক্তি পেয়েছে যার বেশিরভাগ গানই জনপ্রিয় ছিল।
ধর্মপ্রীতের স্ত্রী এবং ছেলে গ্রীষ্মকালীন ছুটিতে নানাবাড়ি বেড়াতে গেলে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। জানা যায়, ধর্মপ্রীতের মা প্রতিবেশীদেরকে তার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকতে বলে। ভেতরে ঢুকেই তারা ধর্মপ্রীতকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ময়নাতদন্তের পর ধর্মপ্রীতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/৯ জুন ২০১৫/শরীফ