'মেরি কম'-খ্যাত নির্মাতা উমাঙ কুমার এবার তৈরি করছেন পাকিস্তানের কারাগারে ১৩ বছর কাটিয়ে খুন হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় কয়েদি সারাবজিৎ সিং-এর জীবনীর ওপর। 'সারাবজিৎ' নামের সিনেমাটিতে তার বোন দালবির কাউরের ভূমিকায় অভিনয় করবেন ঐশ্বরিয়া রাই বচ্চন। উমাঙ কুমার বলেন, তিনি মনে করেন সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রটি ন্যায্যতার সঙ্গেই পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন সাবেক এই বিশ্বসুন্দরী। উমাঙ বলেন, যখন তিনি ঐশ্বরিয়ার চরিত্রটি তাকে বুঝিয়ে বলছিলেন, 'তার চোখে পানি চলে আসে এবং সঙ্গে সঙ্গে তিনি হ্যাঁ বলে দেন।' উমাঙ আরও বলেন, 'তিনি একজন অসাধারণ অভিনেত্রী, যিনি এই চরিত্রটিকে ন্যায্যতার সঙ্গে তুলে ধরতে পারবেন।'