বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার অনুরোধে অস্ট্রেলিয়া থেকে ভারতে উড়ে আসছেন অজি পেসার ব্রেট লি। ‘নাচ বালিয়ে-৭' তে মঞ্চে পারফর্ম করবেন সাবেক এই গতি তারকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 'আইপিএল’-এর সৌজন্যে ব্রেট লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে প্রীতির। ‘নাচ বালিয়ে-৭' তে বিচারকদের তালিকায় দেখা যাবে প্রীতি জিনতাতে। তাই অনুষ্ঠানের প্রতি দর্শক টানতেই ব্রেট লিকে মঞ্চে পারফর্ম করাতে চান প্রীতি।
ব্রেট লি অবশ্য এর আগেও ৩৮-এর তরুণ ক্রিকেটার গিটার হাতে মঞ্চ মাতিয়েছেন। কিংবদন্তি শিল্পী আশা ভোঁশলের সঙ্গে একটি অ্যালবামেও গলা মিলিয়েছিলেন লি। ২০০৯ সালে হিন্দি ছবি ‘ভিক্টট্রি’-এ তাকে দেখা গিয়েছিল।
বিডি-প্রতিদিন/১০ জনু, ২০১৫/মাহবুব