নতুনভাবে দর্শকের সামনে আসছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। নিজের অভিনীত ছবির ৬টি জনপ্রিয় গান নতুনভাবে চিত্রায়ণ করছেন তিনি। এসব গানের চিত্রায়ণে রোজিনার সঙ্গে অংশ নিয়েছেন ওমর সানি, অমিত হাসান ও জায়েদ খান। এর মধ্যে 'রাজা সাহেব' ছবির 'ঢাকো যত না নয়ন তোমার' এবং 'মানসী' ছবির 'এই মন তোমাকে দিলাম' গানে রোজিনার সঙ্গে দেখা যাবে ওমর সানিকে। এগুলোর চিত্রায়ণ হয়েছে গত ৭ জুন। এদিকে আগামী ১২ জুন 'দোলনা' ছবির 'তুমি আমার কতো চেনা' এবং 'পুনর্মিলন' ছবির 'পৃথিবীর সবকিছু হয়তো একদিন হারিয়ে যাবে' গানে রোজিনার সঙ্গে অমিত হাসানের নাচের দৃশ্য চিত্রায়ণ হবে। পরদিন 'অন্যায় অবিচার' ছবির 'ছেড়ো না ছেড়ো না হাত' ও 'পুনর্মিলন' ছবির 'এক নীড়ে দুটি পাখি' গানে রোজিনার সঙ্গে নাচবেন জায়েদ খান।
নতুন করে গানগুলোর নৃত্য পরিচালনা করছেন আজিজ রেজা। তিনি ফেসবুকে লিখেছেন, '২০ বছর পর রোজিনা আপার সঙ্গে কাজ করলাম। সেই স্বর্ণযুগের রোজিনা আর এই সময়ের রোজিনার মধ্যে কোনো তফাৎ নেই। তার সঙ্গে কাজ করে জীবনটা সার্থক।'
২০০৫ সালে সর্বশেষ 'রাক্ষসী' ছবিতে অভিনয় করেন রোজিনা। রোজিনা বলেন, 'আর্কাইভ হয়ে থাকবে এমন কিছু চেয়েছিলাম। অনুষ্ঠানটির নাম এখনো ঠিক করিনি। আসছে রোজার ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি।'