চার দশকেরও বেশি সময় ধরে বাংলা নাটকের সঙ্গে রয়েছেন ফেরদৌসী মজুমদার। শারীরিক অসুস্থতার কারণে ৭৩ বছর বয়সী এই অভিনেত্রীকে টিভি পর্দায় এখন আর দেখা যায় না বললেই চলে। তারপরও বিশেষ দিবসগুলোতে পর্দায় তার উপস্থিতি ভিন্নমাত্রা যোগ করে। সেই ধারাবাহিকতায় ঈদে 'মাকে আমার পড়ে না মনে' শিরোনামে বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। শিমুল সরকারের পরিচালনায় সম্প্রতি রাজধানীতে নাটকটির চিত্র ধারণ করা হয়েছে।
একজন মায়ের জীবনচিত্র নিয়ে গল্প গড়ে উঠেছে। ফেরদৌসী মজুমদার বলেন, 'নাটকটিতে মায়ের চরিত্রে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দেয় শিমুল। চিত্রনাট্যের প্রথম দৃশ্যে চোখ বুলাতে গিয়ে এক নিমিষে পুরোটা পড়ে ফেলি। সংলাপে, নাটকীয়তায়, ভাষাশৈলীতে অনেক দিন পর একটা দারুণ গল্প পেয়ে শিমুলকে জানিয়ে দিই কাজটা আমি করছি। আউট ডোরের প্রচণ্ড গরম সত্ত্বেও মনে গভীর আনন্দ নিয়ে কাজটা করেছি।'
নাটকে আরও অভিনয় করছেন হাসান ইমাম, ফারিয়া শবনম প্রমুখ।