বর্তমানের ব্যস্ততা কী নিয়ে?
আমি এখন একটু ভেবেচিন্তে কাজ করছি। কারণ, গত বছরটা সমালোচনা আমাকে যেভাবে ঘিরে রেখেছিল, আমি আর তার প্রতিফলন ঘটাতে চাই না। আমি আর আলোচনায় আসতে চাই না কোনো সমালোচনার মধ্য দিয়ে। শুধু কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। কিছুদিন আগে শ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালামের একটি গানে কণ্ঠ দিয়েছি। 'যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই'- কথার গানটি লিখেছেন শফিক তুহিন। সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। ফুয়াদ ভাইয়ের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। এছাড়া কিশোরের সঙ্গে একটি গানে ভয়েজ দেওয়ার কথা আছে।
নজরুল সংগীতের অ্যালবামটির কী খবর?
ছোটবেলা থেকেই নজরুল সংগীতের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করত। তাই ইচ্ছা ছিল নজরুল সংগীতের ওপর একটি অ্যালবাম প্রকাশ করব। কিন্তু নানা কারণে অ্যালবামটি করা হচ্ছে না। তার মধ্যে রয়েছে নজরুলের গানের সঙ্গে যেসব একস্টিক বাদ্যযন্ত্র ব্যবহার করতে হয় তা বাজানোর মতো শিল্পী আমি পাচ্ছি না। আর যারা আছেন তাদের সঙ্গে আমি সময়ে কুলিয়ে উঠতে পারিনি। মাঝে ইচ্ছা ছিল ইন্ডিয়া থেকে এই অ্যালবামটির মিউজিকের কাজ করিয়ে আনব। কিন্তু হয়নি।
তাহলে অন্য কোনো একক অ্যালবামের পরিকল্পনা আছে কি?
এই সময়ে কোনো সলো অ্যালবাম করার পরিকল্পনা নেই আমার। আর বর্তমানে অডিও বাজারের যে অবস্থা, নিজের টাকা দিয়ে একটি অ্যালবাম করার কোনো ইচ্ছা নেই। নিজের টাকা দিয়ে অ্যালবাম করব, অডিও প্রতিষ্ঠানগুলোর দ্বারে দ্বারে ঘুরব। নানা স্পন্সর কোম্পানির কাছে ছুটব। এ সময়ে এসে আমি আর এসব করতে চাই না।
চলচ্চিত্রে গানের কী অবস্থা?
চলচ্চিত্রে আমার একটু দুর্নাম আছে। আমি নাকি একটু বেশি টাকা নিই। তারপরও চলচ্চিত্রে কাজ করছি। সামনে আরও করব।
স্টেজ শো কেমন চলছে?
বর্তমানে শিল্পীদের প্রাণ তো এই স্টেজ শো। আমিও করছি কিছু কিছু। ১৩ জুন চট্টগ্রামে একটি শো আছে। এছাড়া আরও কিছু স্টেজ শোর কথা চলছে।
আলী আফতাব