ঈদে আরফিন রুমি দর্শকদের উপহার দিতে যাচ্ছেন তিনটি গানের একটি ভিডিও অ্যালবাম। অ্যালবামটির নাম 'কিছু কথা আকাশে পাঠাও'। টাইটেল ট্রাকটি লিখেছেন জাহিদ আকবর। বাকি দুটি গান লিখেছেন আরফিন রুমি এবং তার মা। সব গানের সংগীত পরিচালনা করেছেন রুমি নিজেই। গান তৈরির কাজ শেষে বর্তমানে তার মিউজিক ভিডিওর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন রুমি। এতে মডেল হিসেবে রুমি নিজেই থাকছেন।
রুমি বলেন, 'এবারের তিনটি গানে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবে। গানের সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিওটির কাজ করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।' গানের পাশাপাশি ক্রিকেটের প্রতি আছে রুমির ভালোবাসা। ভালো ক্রিকেট খেলেন তিনি। তাই 'সেলিব্রেটি ক্রিকেট লিগ' নিয়েও আছে রুমির ব্যস্ততা। খেলছেন 'টিম ভিশন'র হয়ে।