প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল অক্ষয় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ব্রাদার্স’ সিনেমার ট্রেলার। ২০১১ সালে নির্মিত ‘ওয়ারিয়র্স’ সিনেমার হিন্দি রিমেকই হল ‘ব্রাদার্স’।
সিনেমায় অক্ষয়-সিদ্ধার্থ দুই ভাই। তবে দু'জনকেই একে অন্যের প্রতিদ্বন্দ্বীর চরিত্রে দেখা যাবে। আর এই দুইজনের বাবার চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে।
‘ব্রাদার্স’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজ ও কারিনা কাপুরকে। বহুল প্রতীক্ষিত ‘ব্রাদার্স’ সিনেমাটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।
https://www.youtube.com/watch?v=QuRSCU0tOKs
বিডি-প্রতিদনি/১১ জুন, ২০১৫/মাহবুব