সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের প্রোফাইল ছবি বদলে বেকায়দায় পড়েছেন বলিউড অভিনেত্রী বিশাখা সিং। নানা বিব্রতকর মন্তব্যে নাজেহাল এ তারকা।
বিশাখা সিং নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। ছবিটিতে কোন অশ্লীলতা ছিল না। ছিল না কোন যৌন আবেদনও। বিশাখা শুধু টি-শার্ট জিন্স পরে নিজের প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। তাতেই আপত্তিকর মন্তব্যে ভরে উঠতে থাকে তার ফেসবুক পেজ। জানা গেছে, ছবিটিতে মহম্মদ মুস্তাকিম সাইফি নামে বিশাখার এক ফেসবুক বন্ধু বাজে মন্তব্য করেছেন। সাইফি তাতে লিখেছেন, 'নাইস লুকিং অ্যান্ড নাইস বুবস'। এ নিয়ে বেশ চটে যান ২০১৩ সালের 'ফুখরে' ছবির আলোচিত এ নায়িকা। শুধু কি তাই, সাইফির মন্তব্যে উচিৎ জবাব দেন বিশাখা।
ফিরতি মন্তব্যে তিনি বলেন, ''এরপর লজ্জা থাকলে আর এমন উল্টোপাল্টা মন্তব্য করবেন না। সুন্দর স্তন। হ্যাঁ, আমি জানি আমি একজন মেয়ে। সব মেয়েরই স্তন আছে। আপনার মায়ের, বোনের, ঠাকুমার, কাকিমার, পিসি-মাসিদের, বান্ধবীদের এমনকি আপনার মেয়েরও। আপনি কি কখনও তাদের স্তনের প্রশংসা করেছেন? আমার সামনে দাঁড়িয়ে কথাটা বলার সাহস রাখেন?'' বিশাখার এমন মন্তব্যে সারা বলিউডে ব্যাপক আলোচনার জন্ম নেয়। শুধু তাই নয়, এ নিয়ে ভিন্ন কথাও শোনা যাচ্ছে। ফেসবুকের ওই আইডিকে ফেক বলেও ধারণা করছেন কেউ কেউ।