চরিত্রের প্রয়োজনে অনেক রূপই ধরতে হয় অভিনয় শিল্পীদের। তাই ভিন্নস্বাদের কোনো খবর এলেই ধরে নেওয়া হয়, অভিনয়ের খবর। কিন্তু না, অভিনেত্রী বাঁধন সত্যিই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুরের ডেন্টাল কলেজে 'বাংলাদেশ ডেন্টাল সোসাইটি'র নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনেই প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন লাক্স তারকা বাঁধন। সোসাইটির 'সহ-সংস্কৃতি ও আপ্যায়নবিষয়ক সম্পাদক' পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। হঠাৎ নির্বাচনে অংশগ্রহণের কারণ জানাতে গিয়ে বাঁধন বলেন, 'বহু বছর পর সোসাইটির নির্বাচন হচ্ছে। সুবিধাবঞ্চিত মেধাবী ডেন্টিস্টদের পাশে দাঁড়াতেই আমি নির্বাচনে অংশ নিয়েছি। ডেন্টিস্টদের চাকরির সুযোগ এবং সম্মানজনক বেতন নির্ধারণ করার পথ তৈরি করে দিতে আন্দোলনে নামার প্রাথমিক পথচলাই আমার এই নির্বাচনে অংশগ্রহণ। আমার বিশ্বাস সোসাইটির সবাই আমার পাশে থাকবেন।'
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বাঁধন।