কেটি পেরির বিখ্যাত গান 'ডার্ক হর্স'র ভিডিও ভেভো ওয়েবসাইটে দেখা হয়েছে ১০০ কোটি বার। এর আগে এই মাইলফলক স্পর্শ করতে পেরেছে কেবল কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের 'বেবি'। নিজের গানের অভাবনীয় সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত কেটি। টুইটারে ৩০ বছর বয়সী এই মার্কিন পপতারকা বলেন, 'বন্ধুরা, ডার্ক হর্স ১০০ কোটি বার দেখা হয়ে গেছে। দারুণ ব্যাপার।' 'ডার্ক হর্স' কেটি পেরির চতুর্থ স্টুডিও অ্যালবাম 'প্রিজম'-এর গান। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন র্যাপার জুসি জে।