আজ দ্বিজেন শর্মা উৎসব
নৈসর্গিক লেখক ও অধ্যাপক দ্বিজেন শর্মার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হবে দিনব্যাপী দ্বিজেন শর্মা উৎসব। নাগরিক সংবর্ধনা, সম্মাননা গ্রন্থ প্রকাশনা উৎসব, প্রকৃতি মেলা, আলোকচিত্র প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্রের প্রদর্শনী ও প্রকৃতি এবং পরিবেশবিষয়ক বইমেলা দিয়ে সাজানো হয়েছে এ উৎসব।
আজ বেলা ১১টায় এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান।
অলিয়ঁস ফ্রঁসেজে সংগীত উৎসব
ফেঁত-দো-লা-মিউজিক উদযাপন উপলক্ষে অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী বিশেষ সংগীত উৎসব। এ উৎসবে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত একাধিক তরুণ ব্যান্ড সংগীত পরিবেশন করবে। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে গজল পরিবেশন। কাল শনিবার শেষ হবে দুই দিনব্যাপী এই বিশেষ সংগীত উৎসব। সমাপনী দিনে বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সংগীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর বাঁশির পরিবেশনা থাকবে বলে জানিয়েছে অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা।
'কিনু কাহারের থেটার'
আজ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে প্রাচ্যনাট প্রযোজিত নাটক 'কিনু কাহারের থেটার'। মনোজ মিত্র রচিত এ নাটকটির নির্দেশনায় আছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। রাজনীতির নামে সুবিধাভোগীর ফায়দা লুটার কাহিনী নাটকের মূল উপজীব্য। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন কাজী তৌফিকুল ইসলাম, জয়িতা মহলানবিশ, মনিরুল ইসলাম রুবেল, শাহরিয়ার ফেরদৌস সজীব, বিলকিস জাহান জবা, রফিকুল ইসলাম, রিফাত আহমেদ নোবেল প্রমুখ।
উদীচীর বর্ষা উৎসব
আগামী ১৫ জুন বর্ষা উৎসব উদযাপন করবে উদীচী শিল্পী গোষ্ঠী। উৎসব অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির নজরুল মঞ্চে। এতে অতিথি হিসেবে থাকবেন পরিবেশবিদ দ্বিজেন শর্মা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, শামসুজ্জামান খান প্রমুখ। আয়োজক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীসহ দেশের প্রথিতযশা সাংস্কৃতিক সংগঠনগুলো এতে নাচ, গান, আবৃত্তি ও গীতি আলেখ্য পরিবেশন করবে।
কবি বিষ্ণুপদকে খুলনায় সংবর্ধনা প্রদান
কবি বিষ্ণুপদ সিংহকে খুলনায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কবিকে ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার আবদুস সামাদ কবির জীবন ও কর্মভিত্তিক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি এবং সংগীত পরিবেশন করা হয়। আবৃত্তিতে ছিলেন কবি সুকান্ত সরকার, কবি রোজী রহমান, কবি রসু আক্তার, কবি হোসাইন বিল্লাহ, কবি ফিরোজ আহমেদ মনি, কবি পুতুল হায়দার, কাজল সিংহ।