সিনেমাটোগ্রাফার কঙ্গনা রানাওয়াত! হ্যাঁ, ঠিকই শুনছেন। তবে অভিনয় ছেড়ে একেবারের জন্য ক্যামেরার পিছনে নয়। নিজের অভিনীত ‘কাট্টি বাট্টি’ তে একটি অন্তরঙ্গ দৃশ্য ধারণ করার জন্য ক্যামেরা হাতে নেন এই বলিউড অভিনেত্রী। কারণ ইমারন খানের সঙ্গে ঘনিষ্ট ওই দৃশ্যটির শুটিংয়ের সময় অভিনেতারা ছাড়া সেটে আর কারোর থাকার অনুমতি ছিল না।
এ প্রসঙ্গে কঙ্গনা বলেন ‘চিত্রনাট্যের প্রয়োজনেই আমি নিজে ক্যামেরা নিয়ে এই আনকাট দৃশ্যটির শুটিং করেছি, একজন পরিচালক যদি তার অভিনেতার প্রতি যথেষ্ট বিশ্বাস ও আস্থা রাখেন, তবে তার জন্য অভিনেতাও সব করতে পারেন। নিখিল আদবানী হলেন এরকমই একজন পরিচালক’।
বলিউডের ‘কুইন’ তার ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ নিয়ে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর ঝুলি থেকে আর কী কী চমক দেখাতে পারেন সেটাই দেখার।
বিডি-প্রতিদিন/১২ জুন, ২০১৫/মাহবুব