ইতিহাসের পাতায় ২০১৫ সালটা হয়ত লিঙ্গ রূপান্তরকামীদের অভ্যুত্থানের জন্য বিশেষ কালিতে লেখা হয়ে থাকবে। এ বছরই মার্কিন মডেল ও অভিনেত্রী কিম কার্দাসিয়ানের সৎ বাবা ৬৫ বছর বয়সী সাবেক অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ ও রিয়ালিটি টিভি তারকা ব্রুস জেনার ৪০ লাখ ডলার খরচ করে নিজেকে নারীতে পরিণত করেন। নাম রাখেন কেইটলিন জেনার। এখানেই শেষ নয়, নিজেকে নারীতে রূপান্তরিত করার পরে 'ভোগ' ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই নিয়ে হইচই ফেলে দেনে। ভারত থেকে রূপান্তরকামীদের লড়াইকে একটি মহিলা কলেজের অধ্যক্ষ হয়ে অনেকটা জোর দিয়েছেন মানবী বন্দ্যোপাধ্যায়। এ সবের পাশাপাশি এ বার মাদাম তুসোর মোমের পুতুলের মিউজিয়ামে স্থান করে নিচ্ছেন এক রূপান্তরকামী মার্কিন অভিনেতা। মাদাম তুসোর ইতিহাসে এমন ঘটনা ঘটতে চলেছে এই প্রথম। সান ফ্রানসিস্কোর এই জাদুঘরে গায়িকা লেডি গাগা, অভিনেতা জর্জ ক্লুনি, অ্যান হ্যাথওয়ের মতো সেলেবদের পাশে আর কয়েক দিনের মধ্যেই দেখা যাবে ল্যাভেরিন কক্স-এর মোমের স্ট্যাচু।
ল্যাভেরিন কক্সকে সেভাবে বিশ্ববাসী না চিনলেও, মার্কিন টেলিভিশনে তিনি খুবই পরিচিত মুখ। রিয়্যালিটি শোয়ের জনপ্রিয় নাম ল্যাভেরিন কক্স, 'এলজিবিটি'-র সমর্থকও বটে। তিনি প্রথম রূপান্তরকামী অভিনেতা যার নাম 'প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়। টেলিভিশন ছাড়া বেশ কিছু সিনেমাতেও তাকে দেখা গেছে গত পনেরো বছরে। অ্যালাবামার এক অতি সাধারণ কৃষ্ণাঙ্গ শ্রমজীবী পরিবারের সদস্য ল্যাভেরিন। সেখান থেকে রূপান্তরকামী হয়ে তার জীবন যে এমন এক বাঁক নেবে তা বোধহয় কখনও ভাবেননি তিনি।
বিডি-প্রতিদিন/১২ জুন ২০১৫/ এস আহমেদ