‘মহুয়া সুন্দরী’ এখন কলকাতায়। রওশন আরা নিপা পরিচালিত এই ছবিটির ঘষা-মাজা অর্থাৎ পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে সেখানকার একটি স্টুডিওতে। বর্তমানে কলকাতায় এসব কাজ সম্পন্ন করছেন নিপা।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ছবিটির সাউন্ড ও কালারের টুকটাক কাজ চলছে এখানে। চেষ্টা করছি দ্রুত সব কাজ সম্পন্ন করতে। আর দেশে ফিরেই সেন্সরে জমা দেয়ার চিন্তা ভাবনা করব।
কবে নাগাদ বড় পর্দায় উঠতে পারে ছবিটি জানতে চাইলে নিপা বলেন, মুক্তির প্রাথমিক তারিখ এখনও ঠিক করতে পারিনি। আগে দেশে ফিরি তারপর সিদ্ধান্ত নেব।
গত বছরের অক্টোবরে গাজিপুরের হোতাপাড়ায় শুরু হয়েছিল এ ছবিটির শুটিং। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ ‘মহুয়া সুন্দরী’ রুপে দেখা যাবে হালের আলোচিত অভিনেত্রী পরীমণিকে। এ ছবিতে আরও রয়েছেন মামুনুর রশিদ, সুমিত, মিঠুসহ আরও অনেকে।
নিপা জানান, ২০০৭ সাল থেকে তিনি ছবিটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। ২০০৬ সালে এনটিভিতে কাজ করার সময় নেত্রকোণায় ‘মহুয়া সুন্দরী’ যাত্রাপালা দেখে সিদ্ধান্ত নেন যে এ যাত্রাপালা নিয়ে একটি ছবি বানাবেন।
তবে মহুয়া সুন্দরী আগেও আবির্ভূত হয়েছে রূপালী পর্দায়। ১৯৬৬ সালে আলি মনসুর নির্মাণ করেছিলেন ‘মহুয়া’। পরে ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’।