সত্যিকারের প্রেম মিলনে মলিন হয়, আর বিরহে উজ্জ্বল থাকে। এটা কবিদের কথা। অমিলে মনের মধ্যে যে জগৎ সৃষ্টি হয়, সেই জগতে প্রেম বেঁচে থাকে। আর এই বিষয়টিই যেন 'হামারি আধুরী কাহানি' ছবির গল্পের বিষয়বস্তু। গতকাল মুক্তি পেয়েছে ছবিটি। মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। আলোচনা হবেই বা না কেন, বহুদিন পর 'দ্য ডার্টি পিকচার' তারকা বিদ্যা বালান পর্দায় এসেছেন। সঙ্গে আছেন চুম্বনবালক ইমরান হাশমি। তাই এ দুজনের রসায়ন দেখতেই দর্শকের অপেক্ষা। ছবিটির গল্প ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে। বিদ্যার বিপরীতে রয়েছেন ইমরান হাশমি ও রাজকুমার রাও। ছবিটি পরিচালনা করেছেন মোহিত সুরি। পরিচালক জানান, ছবিটি মহেশ ভাটের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে তার চরিত্রে অভিনয় করছেন ইমরান। কিন্তু নাম পাল্টেছে। বিদ্যা বসুধা প্রসাদ এবং ইমরান আরাভ রুপারেল। তারা দুজন স্বামী-স্ত্রী। বসুধা তার স্বামী আরাভের দ্বারা নির্যাতনের শিকার। কিন্তু বাইরের রূপে স্বামী আরাভ নিতান্তই ভদ্রলোক। সত্যিই তিনি ভদ্রলোক। আর ভদ্রলোকের প্রেম লুকিয়ে রয়েছে মনের গভীরে। তিনি নিজে নিজে অনুভব করেন, কিন্তু বসুধাকে বোঝাতে পারেন না। নিজেকে প্রকাশ করে বলতে পারেন না, তিনি তাকে অনেক ভালোবাসেন। এই প্রকাশ আর অপ্রকাশের মাঝেই গজিয়ে ওঠে 'অপ্রেম'। সময় গড়িয়ে যায়। একটা সময় আবেগ-মায়া-অনুভূতি সামনে চলে আসে। কিন্তু দূরত্ব অনেক বেড়ে যায়।
'হামারি আধুরী কাহানি' বলিউড দর্শকের কাছে নতুন প্রেম উপাখ্যান। আর এটি যে হিট করবে তার নমুনা ট্রেলার। ট্রেলার রিলিজের দিনেই শুধু দেখা হয়েছে ৬ লাখেরও বেশি বার।