জোর করে যেমন ভালবাসা হয় না, ঠিক তেমনি সব ভালবাসা পরিণতিতে গড়ায় না। চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি আর ক্রিকেটার রুবেল হোসেনের প্রেমকাব্যটা যেন এ দু'য়েরই সমন্বয়। তাই রুবেলের বিরুদ্ধে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের মামলা করেও বেশিদূর এগুতে পারলেন না হ্যাপি। রুবেলের সঙ্গে একের পর এক প্রেমাবেগে ভরপুর ফোনালাপের অডিও প্রকাশ করেও এতটুকু হেলাতে পারলেন না রুবেলকে। তাদের কখপোকথনে দু'জনের মধ্যে প্রেম ও শরীর বিনিময়ের স্পষ্ট ইঙ্গিত থাকলেও বিয়ের ক্ষেত্রে যে রুবেল হ্যাপিকে কয়েক যোজন দূরে রাখতে চাইছেন তা বলাই বাহুল্য। আদালত প্রাঙ্গনে দৌঁড়ঝাঁপ করে ক্লান্ত হ্যাপি এবার নতুন পথে সান্তনা খুঁজছেন।
রুবেলের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা ও প্রেমের আদ্যপান্ত নিয়ে টেলিছবি বানানোর পরিকল্পনা করছেন হ্যাপি। আর এ ছবিতে তিনি সবকিছুই তুলে ধরতে চাইছেন দর্শকদের জন্য। এজন্য বাগেরহাটের স্থানীয় ভাষা জানা নায়ক খুুঁজতে শুরু করেছেন হ্যাপি।
এ প্রসঙ্গে হ্যাপি বলেন, আমার love story নিয়ে একটি telefilm বানাব এই মাসের শেষ দিকে। যেখানে পুরো ঘটনা তুলে ধরবো। এখানে বানোয়াট কোন কাহিনী ব্যবহার করব না, আমার সাথে যা যা হয়েছে ঠিক তাই তাই দেখানো হবে। অনেক ঘটনা আছে যা কেউ জানে না। লেখা শুরু করব আগামীকাল থেকে। আমি নিজে এখানে অভিনয় করব। তবে রুবেলের character -এ কে অভিনয় করবে এটা এখনো ঠিক করতে পারছি না। বাগেরহাটের লোকাল ভাষা জানে আর cricket বোঝে এমন কাউকে লাগবে। আর খুব ভাল অভিনেতা হতে হবে যে রুবেলের Character তুলে ধরতে পারবে। সবচেয়ে বড় কথা হল এখানে আমি কিছুই লুকাবো না। এমনকি বেশিরভাগ লোকেশনও আসল লোকেশন দেখাব। পোষাকের বিষয়টাও মিল রাখার চেষ্টা করব। কোন টিভি চ্যানেলের কথা ভাবছি না। অনলাইন রিলিজ করব। আমার target হুবুহু সবকিছু তুলে ধরা।
বিডি-প্রতিদিন/১৩ জুন ২০১৫/ এস আহমেদ