সালমান খান অভিনীত বহু প্রত্যাশিত 'বাজরঙ্গী ভাইজান' মুভির ট্রেলার প্রকাশ করা হচ্ছে। আগামী ১৮ জুন মুভিটির একটি ট্রেলার প্রকাশিত হচ্ছে। সেইসঙ্গে মুভিটির গল্পের একটি অংশও উন্মোচন করা হবে। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে এক বার্তায় একথা জানিয়েছেন। খবর ইন্ডিয়া টুডে'র
সালমান খান ফিল্মস'র ব্যানারে কবির খান 'বাজরঙ্গী ভাইজান' মুভিটি পরিচালনা করছেন। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুভিটির প্রধান চরিত্রে অভিনয়কারী কলাকুশলীরা। এদের মধ্যে থাকবেন সালমান খান, কারিনা কাপুর খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।
আগামী ঈদে 'বাজরঙ্গী ভাইজান' মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন ২০১৫/শরীফ