ভারতরত্ন সম্মানে ভূষিত হতে যাচ্ছেন দিলীপ কুমার। ভারতরত্ন হিসেবে শিগগিরই তার নাম ঘোষণা করা হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।
'ট্রাজেডি কিং' দিলীপ কুমারের আসল নাম মুহাম্মদ ইউসুফ খান। তিনি ১৯২২ সালের ১১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৪ সালে "জোয়ার ভাটা" চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পন করেন। চলচ্চিত্র শিল্পে ছয় দশকের বেশি সময়ে ৬০টির বেশি ছায়াছবিতে অভিনয় করেছেন দিলীপ কুমার। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো: আন্দাজ, বাবুল, দাগ, আন, দেবদাস, আজাদ ইত্যাদি।
একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চ সংখ্যক পুরষ্কারর বিজয়ী হওয়ার জন্য গিনেস বুক রেকর্ডে নাম লেখান গুণী এ অভিনেতা। ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরষ্কারসহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছেন। তিনি ১৯৯৩ সাল থেকে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার দিয়ে সম্মানিত হন।
ভারত সরকার ১৯৯১ সালে তাকে পদ্মভূষণ পুরস্কারে পদক দিয়ে সম্মানিত করেন এবং ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের প্রতি তার অবদানসমূহের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পদকে ভূষিত করেন এবং রাজ্যসভায় তাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ মনোনীত করা হয়। তিনি ১৯৫৪ সালে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার প্রথম পদক গ্রহণ করা ব্যক্তি এবং এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার ফিল্মফেয়ার পুরস্কার পাওয়ার ইতিহাস তার ঝুলিতে যিনি এখনও পর্যন্ত মোট আটটি বিভাগে পুরষ্কার জিতেছেন। সমালোচকরা হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তাকে প্রশংসিত করেন। একটি ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দিলীপ কুমারকে বেছে নিয়ে বিবৃতি দিয়েছেন।
বিডি-প্রতিদিন/ ১৩ জুন, ২০১৫/ রশিদা