সিনেমায় বাস্তব দৃশ্য দর্শকদের সামনে ফুটিয়ে তুলতে কখনো কখনো পরিচালককে এমন অদ্ভুত কিছু করতে হয় যা অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে। কিন্তু তার পরিণতিটা সব অস্বস্তিতে দূরে ঢেলে যায়। যেমনটা হয়েছিল কারিনা কাপুরের। নির্মাতা বাল্কির আগামী ছবিতে অভিনয় করতে গিয়ে একই ঘরে ৫দিন তালাবদ্ধ ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তরুণ অভিনেতা অর্জুন কাপুর।
বাল্কির আসন্ন ছবিতে স্বামী-স্ত্রী রূপে দেখা যাবে কারিনা-অর্জুনকে। কিন্তু কারিনা কাপুর কোনোভাবেই উঠতি অভিনেতা অর্জুনের সাথে এমন চরিত্রে স্বস্তি পাচ্ছিলেন না। তাই কারিনার চরিত্রকে আরো জীবন্ত করতে নির্মাতা আর বাল্কি এই অসম জুটিকে তার নিজের অফিস ঘরে পাঁচদিন তালাবদ্ধ করে রাখেন!
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৫/মাহবুব