প্রেম ভেঙে গিয়েছে ভেঙে গিয়েছে অনেক দিন আগেই। রূপালি পর্দায় সর্বশেষ দু'জনকে একসাথে দেখা গিয়েছিল সেই ২০১২ সালে। এরপর দু'জনেই নিজের পথে এগিয়ে গিয়েছেন অনেকটাই। সালমান খান এখনো কারও সঙ্গে সম্পর্কে না জড়ালেও ক্যাটরিনা কাইফ তো রণবীর কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করে চলেছেন। ভালোবাসায় চিড় ধরলেও পারিবারিক বন্ধুত্বে এতোদিন কোনো ফাটল ধরেনি। সালমানের বাড়ির প্রতিটি অনুষ্ঠানেই দেখা যায় ক্যাটকে। তবে ক্যাটের সঙ্গে টিভির পর্দায় মুখ দেখাতে ঘোর আপত্তি সালমানের।
বলিউড পাড়ায় গুঞ্জন, একটি কমার্শিয়াল অ্যাড এর জন্য সাবেক এই দুই লাভার বার্ডসকে একত্রে আনতে চেয়েছিলেন একটি সংস্থা। কিন্তু তাতেই বেকে বসেছেন বলিউড সুপারস্টার। এজন্য অফার করা হয়েছিল ৭ কোটি রুপির। এতেও মন গলেনি সালমানের। তবে এর বিপরীত ক্যাটরিনা। তিনি খুবই আগ্রহী ছিলেন সালমানের সঙ্গে ফের একত্রে কাজ করতে পারবেন বলে।
বলিউডের অলিগলিতে এও শোনা যাচ্ছে, বজরঙ্গি ভাইজান এবং সুলতান-এর জন্যেও নাকি প্রথমেই ভাবা হয়েছিল ক্যাটরিনার নাম। কিন্তু তাতেও বাধা দিয়েছেন স্বয়ং সালমান খান। আপাতত ক্যাটরিনার থেকে দূরত্ব বজায় রাখতেই বেশি পছন্দ করছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ জুন, ২০১৫/মাহবুব