ঈদে কমপক্ষে অর্ধডজন নাটক ও টেলিফিল্ম নিয়ে ছোটপর্দায় আসছেন অভিনেত্রী শখ। তৃতীয়বারের মতো দর্শকপ্রিয় নাটক 'সিকান্দার বক্স'-এ অভিনয় করছেন তিনি। এবারের ঈদ সিক্যুয়ালের নাম রাখা হয়েছে 'সিকান্দার বক্স এখন রাঙ্গামাটি'। এর আগে শখ 'সিকান্দার বক্স পাগল প্রায়' এবং 'সিকান্দার বক্স এখন বান্দরবান'-এ অভিনয় করেন।
শখ বলেন, দর্শকপ্রিয় এই নাটকটিতে কাজ করে ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি, এবারের পর্বটিতেও দর্শক আমার কাজ বেশ উপভোগ করবেন। নাটকটিতে সিকান্দর বক্সে ভূমিকায় অভিনয় করছেন মোশাররফ করিম। আর তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন শখ। এ ছাড়া ঈদে মিলন ভট্টের নির্দেশনায় আরও একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করবেন তিনি। নাটকের পাশাপশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করছেন শখ।
ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে সনক মিত্রের নিদের্শনায় তিব্বত-এর একটি বিজ্ঞাপন এবং নাফিজ রেজার নির্দেশনায় প্রাণের একটি বিজ্ঞাপন। এগুলোতে মডেল হয়েছেন শখ।
এ ছাড়াও ঈদকে ঘিরে এরই মধ্যে দেবাশিষ বড়ুয়া দীপ, মামুনুর রশীদ বান্নাহ, রুবেল, পারভেজ, সাখাওয়াত মানিকসহ আরও বেশ কজন নাট্যনির্মাতার নাটকে অভিনয় করেছেন শখ। শামীম শাহেদের উপস্থাপনায় বাংলাভিশনে ঈদে প্রচারের জন্য 'সিকান্দার বক্স' নাটক নিয়ে একটি টকশোতে অংশগ্রহণ করছেন শখ।
বর্তমানে শখের 'জুঁই নারিকেল তেল' ও 'সুইচ লাইন'র বিজ্ঞাপন দুটি বিভিন্ন চ্যানেলে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। শখ জানান, সিকান্দর বক্স নাটকের শুটিং শেষ করে ১৮ জুন তিনি রাঙামাটি থেকে ঢাকায় ফিরবেন। ফিরেই বেশ কজন নির্মাতার ঈদের নাটকে কাজ করবেন।