পরিচালক ফয়সাল সাইফ বলিউডের ইতিহাসে 'বোল্ডেস্ট অ্যান্ড ডার্টিয়েস্ট' ছবিটা বানাতে চলেছেন। নামেই যার পরিচয়- 'ফর অ্যাডাল্টস অনলি'।
আর এ ছবির নায়িকা চরিত্রে ফয়সালের পছন্দ আন্তর্জাতিক রিয়েলিটি শো তারকা কিম কারদাশিয়ান।
'আমরা কিম কারদাশিয়ানের কাছে যাব এবং জানি, তিনি একটা বিশেষ সময় পার করছেন। তবে আমরা অপেক্ষা করতে রাজি। আর আমি নিশ্চিত কিম আমার আইডিয়া পছন্দ করবে।' ফয়সালের ভাষ্য।
কিম কারদাশিয়ানের গর্ভে এখন দ্বিতীয় সন্তান। আর তাই এখনই তিনি রাজি হবেন কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। এর আগে বিগবসের অষ্টম আসরে তার ভারতে আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে আর আসতে পারেননি। জানা গেছে, 'ফর অ্যাডাল্টস অনলি'র শুটিং শুরু হবে সেপ্টেম্বর থেকে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বানানো হবে ছবিটি।