ডিসেম্বরেই জেল থেকে ছাড়া পাচ্ছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। অস্ত্র মামলায় দণ্ডপ্রাপ্ত বলিউডের এই অভিনেতা বন্দী আছেন পুনের ইয়েরাওয়াড়া কারাগারে। সঞ্জয় ভক্তদের দারুণ এই সুখবর দিলেন তার স্ত্রী মান্যতা দত্ত। জানালেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারেন এই 'খলনায়ক' তারকা। সমপ্রতি ইয়েরাওয়াড়া কারাগারে সঞ্জয়ের সঙ্গে দেখা করে ফেরার পর এমনটিই জানিয়েছেন মান্যতা।
গত সপ্তাহে ইয়েরাওয়াড়া কারাগারে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান মান্যতা। সেখান থেকে ফেরার পর মান্যতা জানান, তিনি আশা করছেন এ বছরের শেষ নাগাদ বাড়ি ফিরতে পারবেন সঞ্জয়। এবারের বড়দিন উৎসব সঞ্জয় তার যমজ সন্তান ইকরা ও শরণের সঙ্গে উদ্যাপন করতে পারবেন বলেও আশা প্রকাশ করেন মান্যতা।