বলিউড সেক্স সিম্বল বিদ্যা বালান এবার পুরষের ছদ্মবেশে হাজির হচ্ছেন। তবে বড় পর্দায় নয়। একটি জনপ্রিয় ফিল্ম পত্রিকার ফটোশুটের জন্য তিনি গুরু দত্ত, রাজ কাপুর, কিশোর কুমার এবং চার্লি চ্যাপলিন হলেন। অভিনয় জীবনে নানা সময়ে নতুনত্ব নিয়ে হাজির হওয়া বিদ্যাকে এবার অন্যরূপে ম্যাগাজিনে দেখা যাবে।