'বিতর্কিত' পাকিস্তানী অভিনেত্রী মীরার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তার বিরুদ্ধে এফআইআর করেছেন আতিকুর রহমান নামে এক ব্যক্তি। আতিকুরের দাবি, তাকে আইনি প্রতিশ্রুতি দিয়েও ২০১৩ সালে মীরা বিয়ে করেন ক্যাপ্টেন নাভিদ পারভেজকে। শুধু তাই নয়, বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রেখেও নাকি একই প্রতিশ্রুতি দিয়েছেন মীরা। খবর এবিপি আনন্দ।
আতিকুরের অভিযোগের প্রেক্ষিতে লাহোর ক্যান্টনমেন্টের দায়রা বিচারক মীরাকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বহুবার নির্দেশ দিলেও মীরা আসেননি। শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করে ১৭ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালতে।
এদিকে, মীরা আইনি নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, 'আমি বা আমার আইনজীবী— কেউই নোটিশের ব্যাপারে কিছু জানি না।'
অভিযোগকারী আতিকুরকে চেনেন না বলে দাবি করে মীরা আরো বলেন, 'লোকটি প্রতারক। গত ৫ বছর ধরে ব্ল্যাকমেইল করে চলেছে। হয়ত প্রচার পাওয়ার জন্য আবার আমার নামে নতুন অভিযোগ দায়ের করেছে।'
কয়েক সপ্তাহ আগে 'লাক্স স্টাইল এ্যাওয়ার্ড' বিজয়ী এ তারকাকে ভিডিও স্ক্যান্ডালের জেরে বেশ ভোগান্তি পোহাতে হয়। এবার পড়লেন মামলার ফাঁদে। মীরা 'নজর' ও 'কাসক'সহ বেশকটি বলিউড মুভিতে অভিনয় করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জুন ২০১৫/শরীফ