'হিরোইন' ছবিটার পর তিন বছর বিরতি নিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক মধুর ভান্ডারকর। বিরতি থেকে ফিরে টুইটারে এক পোস্টার শেয়ার করেই ফের আলোচনায় আসলেন। পোস্টারটি তার নতুন সিনেমা 'ক্যালেন্ডার গার্লস'-এর।
পোস্টারে রয়েছেন পাঁচজন স্বল্পবসনা মডেল। বড় টুপিতে তাদের মুখ ঢাকা, ক্যাপশনে রয়েছে 'পাঁচটি নতুন মুখ। পাঁচটি নতুন পথচলা।' আর ছবিতেও আলো-আঁধারির খেলা। তাই মুখ দেখে চেনার উপায় নেই তাদের।
মধুর এ সিনেমার শুটিংকালে কাউকে ফ্লোরে ঢোকার অনুমতি দেননি। তাই কারা অভিনয় করছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি। প্রযোজক সঙ্গীতা আহির জানিয়েছেন, পাঁচজন নতুন মডেল মূল চরিত্রে রয়েছেন। 'ক্যালেন্ডার গার্লস'দের ভাগ্য নির্ধারণ আসছে আগস্টে।
ভান্ডারকরের সিনেমায় নারী চরিত্ররাই প্রাধান্য পেয়েছে সব সময়, যার প্রমাণ পাওয়া গেছে 'পেইজ থ্রি', 'করপোরেট', 'ফ্যাশন' ও 'হিরোইন' ছবিতে। বলিউডে যখন বেশিরভাগ ছবিই তৈরি হয় নায়ককে ঘিরে, সেখানে মধুর ভান্ডারকর বরাবরই নারী প্রধান সিনেমা নিয়ে সামনে আসছেন। আর সেসব ছবিতে আলোচনা-সমালোচনা তৈরির পর্যাপ্ত খোরাকও থাকছে। নানা বিতর্কিত চরিত্র ফুটিয়ে তুলছেন সাহসীকতার সঙ্গে। 'ক্যালেন্ডার গার্লস'-এ সে সাহস কতটা কাজে দেয়, তা দেখতে আর কটাদিন অপেক্ষা করতেই হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/ এস আহমেদ