চারিদিকে যখন সেলফি জোয়ার তখন সেলফি তুলে মহাবিপদে পড়েছেন মিশু সাব্বির। তার বাসায় এসে হাজির হয়েছে এক মেয়ে। সেও আবার মিথিলা। দাবি করছে মিশু নাকি তার স্বামী।
তবে ব্যক্তি জীবনে নয়, এমন ঝামেলায় পড়েছেন 'সেলফিবাজ' নাটকে। এতে তার চরিত্রটি সেলফির কারণে ফেসবুকে অনেক প্রিয়। একদিন হঠাৎ তার বাসায় হাজির হয় মিথিলা। মিশুর স্ত্রী দাবি করে খবরদারি ফলাতে থাকে। মিশু তো আকাশ থেকে পড়ে। মিথিলাকে একেবারেই চেনে না মিশু। এক পর্যায়ে কেঁদে-কেটে বিদায় নেয় মিশুর প্রেমিকা। কিন্তু পরিবারের লোকজন তো ভুল বুঝতে শুুরু করে।
কিন্তু এই কাহিনীর সঙ্গে সেলফির সম্পর্ক কি? নাটকের পরিচালক ওয়াসিম সিতার বলছেন, 'আছে। তবে সেটা প্রকাশ পাবে নাটকের একেবারেই শেষে।'
এ নাটকের মাধ্যমে দীর্ঘ দিন পর আবার একফ্রেমে এলেন মিশু সাব্বির ও মিথিলা। শবনম ফারিয়াও অভিনয় করেছেন এতে। আগামী রোজার ঈদের জন্য নাটকটি নির্মান করেছেন সিতার।
বিডি-প্রতিদিন/১৪ জুন ২০১৫/ এস আহমেদ