বলিউড অভিনেত্রী শ্রুতি হাসানকে পিছনে ফেলে এগিয়ে গেলেন দক্ষিণের অভিনেত্রী শ্রিয়া সারন। হ্যাঁ, দক্ষিণের দর্শক তো তাই জানাচ্ছেন! দক্ষিণের ‘হট’ নায়িকাদের দৌড়ে ৮৪ শতাংশ ভোট পেয়ে সবার উপরে আছেন শ্রিয়া।
সম্প্রতি দক্ষিণের সাত সুন্দরী অভিনেত্রীদের উপর পরিচালিত এক সমীক্ষা এমন তথ্য পাওয়া গেছে।
এর পরেই দ্বিতীয় স্থানে শ্রুতি হাসান, কিন্তু শ্রুতির প্রাপ্ত ভোট মাত্রই ৬ শতাংশ। তালিকার শেষ পাঁচজন হলেন অনুশকা শেটি, নয়নতারা, তামান্না, তৃষা ও সামান্থা। কিন্তু শ্রিয়া ঝড়ে উড়ে গেছেন প্রত্যেকেই। শেষ দুজন – তৃষা ও সামান্থার প্রাপ্ত ভোটের পরিমাণ মাত্র ১ শতাংশ!
বিডি-প্রতিদিন/১৪ জুন, ২০১৫/মাহবুব