জনপ্রিয় চলচ্চিত্রকার অনন্ত জলিল ট্যালেন্ট হান্ট কার্যক্রম শুরু করেছেন। এতে ১৫ ক্যাটাগরিতে ২৫ মুখ নির্বাচন করা হবে। মনসুন ফিল্মসের নতুন ছবি 'দ্য স্পাই-অগ্রযাত্রার মহানায়ক' এ অনন্তর সঙ্গে অভিনয় করবেন ২৫ মুখ। ট্যালেন্ট হান্টে অংশ নিতে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ৫ জুলাই পর্যন্ত। যারা এতে অংশ নিতে চান তাদের মোবাইল মেসেজ অপশনে গিয়ে start স্পেস th স্পেস name স্পেস age স্পেস m/f স্পেস division লিখে পাঠিয়ে দিতে হবে অথবা ডায়াল করতে হবে ২৮৭৭৭০১ নম্বরে। ২৫ জুলাই থেকে ২৫ আগস্ট পর্যন্ত অডিশন রাউন্ড চলবে। অডিশন রাউন্ড থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত ট্যালেন্ট হান্ট প্রোগ্রামটি পর্ব আকারে এটিএন বাংলায় সম্প্রচার হবে। প্রোগ্রামের টেলিকম পার্টনার রবি আজিয়াটা লিমিটেড, টেকনিক্যাল পার্টনার লাইভ টেকনোলজিস। এদিকে দুস্থ সেবার অংশ হিসেবে অনন্ত তার এজে ফাউন্ডেশনের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রানী আকতারের পাশে দাঁড়িয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন। এ রোগের চিকিৎসা ব্যয়বহুল বিধায় তার একার পক্ষে পুরো চিকিৎসা ব্যয়ভার বহন অসম্ভব। তাই বিত্তবানদের প্রতি আর্থিক সহায়তার অনুরোধ জানান তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা- সঞ্চয়ী হিসাব নম্বর ০১০৭-৩১১০০০০০৮১৫। এন আর বি ব্যাংক হেমায়েতপুর শাখা, সাভার, ঢাকা।