পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। অভিনয় দক্ষতায় তিনি পশ্চিম বাংলার সিনেমায় একটি নিজস্ব ঘরানা তৈরি করে নিয়েছেন। অথচ তিনি নাকি পকেটমার! তবে বাস্তবে নয়, ভার্সেটাইল চরিত্রের জন্য সুপরিচিত শাশ্বত এবার 'মন চুরি' নামের একটি সামাজিক ব্যঙ্গাত্মক মুভিতে অভিনয় করতে যাচ্ছেন একজন পকেটমার চরিত্রে। 'মন চুরি' নামের মধ্যে রোম্যান্স উপচে পড়লেও মুভিটি নাকি একেবারেই রোম্যান্টিক নয়।
'ইউনিভার্সিটি অব থিবস'র জুয়েল স্টুডেন্ট শাশ্বত চট্টোপাধ্যায় আর বিশ্বনাথ বসু। মুভিটিতে তাদের সমাজবিরোধী থেকে এক দায়িত্ববান সামাজিক নাগরিক হয়ে ওঠার গল্প রয়েছে হাস্যরসের মধ্য দিয়ে।
মুভিটিতে শাশ্বত চট্টোপাধ্যায় আর বিশ্বনাথ বসু ছাড়াও আছেন খরাজ মুখোপাধ্যায়। 'ইউনিভার্সিটি অব থিবস'র প্রিন্সিপালের ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন পরাণ বন্দোপাধ্যায়, সুমিত সমাদ্দার ও কনীনিকা বন্দোপাধ্যায়।
বিডি-প্রতিদিন/ ১৫ জুন ২০১৫/শরীফ